গোপাল চন্দ্র দে ॥
ভোলায় এলইডিপি প্রকল্পের ৫ প্রশিক্ষনার্থী এখন প্রশিক্ষক তারা তৈরী করছে জেলায় নারী ফ্রি-ল্যান্সার।
ভোলায় জেলা প্রশাসন ভোলার আয়োজনে ও বাংলাদেশ সরকার, এটুআই, বুয়েট বাংলাদেশ উমেন ইন টেকনলেজি ও এসএমই ফাউন্ডেশন এর সহযোগীতায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় (আইসিটি ল্যাব)এ চলছে “নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষন”। এ প্রশিক্ষনের মাধ্যমে জেলায় তৈরী করা হচ্ছে নারী ফ্রি-ল্যান্সার। প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন প্রদান করছে লার্নিং এন্ড আনিং ডেবলাপমেন্ট (এলইডিপি) প্রকল্পের ভোলা জেলার ৫ প্রশিক্ষনার্থী। তারা হলো আবদুলল্লাহ হিল কাফি,তারেক মাহমুদ,তাহমিনা ইমা,সোনিয়া বেগম সহায়ক হিসাবে রয়েছে ফ্রি-ল্যান্সার মো:শাহিন।
৫জন প্রশিক্ষকই সফল ফ্রি-ল্যান্সার। আবদুলল্লাহ হিল কাফির এযাবৎ আয় ৫৫০ ডলার, তারেক মাহমুদের ১১৭২, তাহমিনা ইমার ২০৫, সোনিয়া বেগমর ১৩৮ এবং মো:শাহিনের ২৫৩ ডলার।
উল্ল্যেখ্য আইসিটি ডিবিশনের এলইডিপি প্রকল্প ভোলায় ডিজটাল মার্কেটিং ৪ ব্যাচ, গ্রাফিক্স ডিজাইন ৪ ও ওয়েব ডিজাইন ১ টি ব্যাচ মিলিয়ে ৯টি ব্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রতি ব্যাচে ২৫ জন করে ফ্রি-ল্যান্সার প্রশিক্ষন গ্রহন করেছে। এবং বর্তমানে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে।
এদিকে নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষনের প্রশিক্ষনার্থীরা ও খুশি প্রশিক্ষন কারন এ প্রশিক্ষন গ্রহনের মধ্যদিয়ে আত্ম-কর্মসংস্থানের সুযোগ হবে তাদের।
প্রকল্পের প্রশিক্ষনার্থী নুসরাত জাহান জানান ফ্রিল্যাসিং মুক্তপেশা আমরা বাসায় বসে কাজ করতে পারি। এবং স্বাবলম্বী হতে পারি।
বিবি মরিয়ম এধরনের প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের প্রশংশা করে বলেন এধরনের প্রকল্প আসলেই মেয়েদের সাবলম্বী করে তোলে।
আবদুল্লাহ হিল কাফি সহ অনান্য ৪ প্রশিক্ষক বলেন আজ আমরা যা করছি এবং আমাদের আয় একমাত্র এলইডিপি প্রকল্পের জন্য। এ প্রকল্পের মাধ্যমে আমরা বর্তমানে স্বাবলম্বী আশাকরি ওদের ও সফল ফ্রি-ল্যান্সার তৈরী করতে পরব।
এলইডিপি প্রকল্পের ভোলা জেলা সমন্ময়কারী সালাউদ্দিন কাদের (রঞ্জন) জানান, ৫ জন প্রশিক্ষকই আমাদের প্রশিক্ষনার্থী ছিলো। তারা খুব ভালো মানের ফ্রি-ল্যান্সার এবং তারা এখন প্রশিক্ষন প্রদান করছে নারী ফ্রি-ল্যান্সার তৈরী করছে ভোলা জেলায়। ওদের নিয়ে আমাদের গর্ব হয়।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানান, আইসিটি ডিবিশনের এলইডিপি প্রকল্প হলো একটি চমৎকার প্রকল্প যা সারাদেশে ফ্রি-ল্যান্সার তৈরী করেছে এবং করে চলছে। ভোলার অনেক তরুন-তরুনী এ প্রকল্পের জন্য আজ স্বাবলম্বী। এবং এ প্রকল্পের প্রশিক্ষনার্থীরাই এখন ভোলায় তৈরী করছে নারী ফ্রি-ল্যান্সার। এসময় জেলা প্রশাসক ভোলা জেলায় এলইডিপি প্রকল্পের সকল প্রশিক্ষক ও জেলা সমন্ময়কারীকে ধন্যবাদ জানান। এবং প্রকল্পের সাফল্য কামনা করেন।