6/recent/ticker-posts

ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাদিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১ ॥ আহত-১০


এম শাহরিয়ার ঝিলন ॥
ভোলার লালমোহনে বৈশাখী ঝড়ের তা-বে ঘরের নিচে চাপা পরে রিয়ান নামের সাড়ে ৫ বছরের এক শশু  নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। এসময় অর্ধশতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কুমার খালী এলাকায় এঘটনা ঘটে। নিহত রিহান চরভূতা ৭নং ওয়ার্ডের বড়ৈ বাড়ির আনাছের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে ধলীগৌরনগর ৫নং ওয়ার্ডের পূর্ব কুমার খালী এলাকায় কাল বৈশাখী ঝড়ে কালু মাঝি বাড়ির সিরাজ মিয়ার ঘরের নিচে চাপা পরে নানা বাড়িতে বেড়াতে আসা শিশু রিহান আহত হয়। স্থানীয়রা রিহানকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এসময় একই এলাকার, কালু সর্দারের ঘর, দ্বিনু মিয়ার ঘর, ইয়াছিন, ছিদ্দিক মিয়ার ঘর সহ আস পাশের অর্ধশতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত  হয়। এসময় ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছে আরো ১০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি নিশ্চিত করে বলেন, আমি সরেজমিন পরির্দশনে যাচ্ছি।  বিকালের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তা-বে অর্ধশত ঘর বাড়ি ও বিধ্বস্ত হয়। এসময় এক ঘরের নিচে চাপর পরে শিশু নিহত হয়। ঝড়ের তা-বে ঘর বাড়ি উড়ে এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে ফেলে দেয়া হয়েছে। ব্যাপক গাছ পালার ক্ষতি হয়েছে।

এ আর শান্ত ॥
ভোলায় ২৭ এপ্রিল (শুক্রবার) গভীর রাতে শহরের ব্যবসায়ীক প্রানকেন্দ্র মনিহারি পট্টি,চকবাজার, খালপাড় সড়কে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্ব্যেগ জানান বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সাবেক সাংসদ আন্দলিভ রহমান র্পাথ।

আজ ৩০ এপ্রিল (সোমবার) দুপুরে তিনি বৃস্টিতে ভিজে নেতা র্কমীদের সাথে নিয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুড়ে ঘুড়ে দেখেন ও ব্যাবসায়ীদের সমবেদনা জানান। এসময় পার্থ সকল ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন।

এসময় তার সাথে জেলা বিজেপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী,সহ সভাপতি আমনিুল ইসলাম রতন,সাধারন সম্পাদক মোতাছিন বিল্লাহ, সদর উপজেলা বিজেপি সভাপতি আব্দল্যাহ আল মামুন খরসু, দপ্তর সম্পাদক অনুপম দে ,যুবসংহতির আহবায়ক নুরে আলম ছিদ্দিক টিটু, স্বেচ্ছা সেবক পাটির আহবায়ক গোলাম হোসেন,  ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব কামাল সর্দার, শ্রমিক  পাটির আহবায়ক জামাল উদ্দিন,ধনিয়া ইউনিয়ন যব সংগতি আহবায়ক সহ দলীয় নেতার্কমীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments