ভোলার ১৫ গ্রামে ঈদ উদযাপন


আদিল হোসেন তপু ॥ 
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ভোলার ১৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ শুক্রবার  (১৫ জুন) পবিত্র ঈদুল  ফিতর উদযাপন করছেন।

সকালে জেলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ১৫ গ্রামের  সুরেশ্বর দরবারের পীর ও সাতকানিয়া পীরের অনুসারীরা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন।

সকাল  পৌনে ৯টায় জেলার   বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের  মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান  জামাত অনুষ্ঠিত হয়। সেখানে কয়েক শতাধিক মানুষ ঈদের জামাতে  শরিক হন।
 সুরেশ্বর দরবারের মুরিদ মঞ্জু মিয়া জানান, বিশ্বের  কোথাও প্রথমে  চাঁদ  দেখা গেলে তার সঙ্গে মিল রেখে প্রতিবছরই জেলার ১৫টি গ্রামের মানুষ আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করেন। সারাবিশ্বে একই দিন ঈদ করার পক্ষে তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন