6/recent/ticker-posts

ভোলায় ২০১৮ সালের হজ্জ যাত্রীদের প্রশিক্ষন অনুষ্ঠিত


এম মইনুল এহসান॥
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ভোলার আয়োজনে ২০১৮ সালের হজ্জ যাত্রীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন (বৃহস্পতিবার) সকালে ভোলা শিল্পকলা একাডেমিতে ভোলা, দৌলতখান, বোরহানউদ্দিন উপজেলার সরকারি ও বেসরাকারি ব্যাবস্থাপনা হজ্জ যাত্রীদের প্রশিক্ষন অনুষ্ঠানে ইসলামীক ফাউন্ডেশন ভোলার উপ-পরিচালক আবদুল কুদ্দুস নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  প্রশিক্ষনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

২০১৮ সালের হজ্জ যাত্রী প্রশিক্ষনের প্রধান সমন্বয়কারী  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মো: মোজাহিদুল ইসলাম এর পরিচালনায়  হজ্জ যাত্রীদের প্রশিক্ষন প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাসেমী ও কাবিল মিয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা ইয়াকুব আলী জিহাদী । এসময় উপস্থিত ছিলেন হাব প্রতিনিধি ক্বারী গোলাম মোস্তফা ।
প্রশিক্ষনে হজ্জ যাত্রীদের পবিত্র হজ্জের সময় মক্কা মদিনাতে হজ্জ ব্রত পালনকালীন সময়ে ধৈয্য সহকারে হজ্জের সকল কার্যক্রম সম্পাদনের প্রতি উৎসাহিত করা হয়   এবং হজ্জের কার্যক্রম সঠিক ও সহজ ভাবে পালন করার উপর প্রশিক্ষন প্রদান করা হয়।

 এসময় ভোলা সহ ৩ উপজেলার ৪ শতাধিক হজ্জযাত্রী যার ভিতরে প্রায় ১ শতাধিক মহিলা হজ্জযাত্রী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন । অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মনিরুল ইসলাম, নুর ইসলাম, কর্মচারী জসিম উদ্দিন, নুরে-আলম সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য আগামী ৩০ তারিখ চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন, তজুমুদ্দিন, মনপুরা ও লালমোহন উপজেলার হজ্জ যাত্রীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments