এম মইনুল এহসান॥
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান গ্রুপ) ভোলা সদর উপজেলার আয়োজনে অবসর প্রাপ্ত শিক্ষক ও মৃত শিক্ষকদের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১০ জুন (রবিবার) বিকেলে ভোলা শহরের বাংলা স্কুল সংলগ্ন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান গ্রুপ) ভোলা শাখা মিলনায়তনে আর্থিক সহয়তা প্রদান ও ইফতার মাহফিলে ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাচিয়া সাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল ইসলাম নকিব , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন , চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: সফিকুল ইসলাম , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভোলা জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাফিয়া খাতুন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিহাদ হাসান ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য সর্ম্পকে বক্তব্য রাখেন মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইসমাইল।এছাড়া আরো বক্তব্য রাখেন পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম , সহকারি শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আনোয়ার পারভেজ ।
এ সময় ভোলা জেলা শিক্ষক সমিতির (কামরুজ্জামান গ্রুপ) উপদেষ্টা মো: মোতাহার হোসেন , শহিদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের প্রভাষক সাংবাদিক ইউনুস শরিফ , প্রধান শিক্ষক মো: ইব্রাহিম , হাসান মিজানুর রহমান মিঠু , মো: নুর নবী সহ ভোলা সদও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।