ভোলা টুডে ডেস্ক॥
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। ১৫ আগষ্ট (বুধবার) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হবে।
এরপর সকাল ৯.৩০ মিনিটে ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগীতা। সকাল ১০.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। ১০০টায় দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারন। ১১.৩০ মিনিটে দলীয় কার্যালয় থেকে বিভিন্ন অংঙ্গ সংগঠনের প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহন সহ একটি শোক র্যালী বের হবে যা ভোলা শহর প্রদক্ষিন করে বাংলা স্কুল মাঠে এসে শেষে হবে এবং বাংলা স্কুল ভাসানী মঞ্চে সকাল ১১.৪৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১২.৪৫ মিনিটে ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে কাঙ্গালী ভোজের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচি।