6/recent/ticker-posts

ছোটন সাহার কবিতা ভ্রমনকন্যা


ছুটছে স্কুটার। অজানা পথে।
অচেনা শহরে, অচেনা মানুষের কাছে
যেখানে শিক্ষার্থীদের অপেক্ষা।
যারা শিখবে নিজেদের সুরক্ষা।

কখনো সড়ক পথের ঝুঁকি
কখনো বা নৌ-পথের
ওরা সাহসি, ওরা চৌখস।
ভয়কে জয় করাই যেন ওদের কাজ।

এক সময় নতুন শহরে
থামে ওদের স্কুটার, কিন্তু থামেনা গতিপথ
ক্লানি নেই, ওরা ছুটে চলে শিক্ষার্থী কাছে
পৌছে দেয়  আত্মরক্ষা কৌশল, খাদ্য ও পুষ্টিসহ নানা বার্তা।
ওদের কাছে পেয়ে শিক্ষার্থীরা খুজে পায়
চলার পথে আলোর  পথ।
হাসি, আনন্দে কাটে সময়
আবার চলে স্কুটার নতুন পথে নতুন কোন শহরে।

ছুটে চলে স্কুটার, ছুটে চলে বার্তা
রোদ-বৃষ্টি বা বৈরী আবহাওয়া বাধা দেয়
তবুও থেমে থাকেনা স্কুটার।
চলন্ত স্কুটারে যেন পিষ্ট হয় শত ক্লান্তি।

নতুন শহরে, নতুন শিক্ষার্থী
নিয়ে শুরু হয় সুরক্ষা বৈঠক
কখনো মেতে উঠে সেলফিতে
কখনো বা প্রকৃতির অপরুপ সৌন্দয্য মুগ্ধ ভ্রমনকন্যারা

এ পথ চলবে, চলছে
হয়ত কোন একদিন থেমেও যাবে
কিন্তু থেমে থাকবে না আত্মরক্ষার কৌশল
প্রতিটি প্রানে মনে পড়বে ভ্রমনকন্যাদের।

কর্ণফূলী প্রেজেন্টস ‘নারীর চোঁখে বাংলাদেশ’ শিরোনামে
পথ দেখাবে পথ খুজে পাবে
মানসী, সাকিয়া, মুন্তাহা ও অর্থীর
প্রেরনায় হাজারো শিক্ষার্থী।

Post a Comment

0 Comments