গোপাল চন্দ্র দে,ভোলা ॥
ভোলার বাপ্তাস্থ শ্রী শ্রীমন্ মহাপ্রভুর আশ্রমে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্ঠানের শুরু ।আজ ৬ মে (শনিবার) রাত হতে শুরু হওয়া ৩ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ করবেন জগদানন্দ ব্রক্ষচারী (অজিত গোসাই) যা শেষ হবে ৮ মে (সোমবার)।
সোমবার পাঠান্তে ৪০ প্রহরব্যাপী (৫ দিন) নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হবে।
এর পর ৯ মে (মঙ্গলবার) হতে ১৩ মে (শনিবার) পর্যন্ত ৫ দিন (৪০ প্রহর) ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান (কীর্তন) অনুষ্ঠিত হবে।
কির্তন চলাকালীন প্রতিদিন ভক্তদের জন্য রয়েছে বৃন্দাবন দর্শন ও প্রসাদের ব্যাবস্থা।
১৪ মে (রবিবার) উষাকালে নগর কীর্তন প্ররিক্রমা সহ নামযজ্ঞের সমাপন, মহান্ত বিদায় ও দুপুরে মহাপ্রভুর ভোগরাগ ও মহাউৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকা সেজেছে নতুন রুপে।
0 Comments