গোপাল চন্দ্র দে,ভোলা ॥
গতকাল ভোলার সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে চলমান আইসিটি ডিবিশন এর আয়োজনে লানিং এন্ড আর্নিং ডেবলাপমেন্ট (এলইডিপি ) প্রজেক্ট এর গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ২ ব্যাচের প্রশিক্ষনার্থীদের সকালে প্রথম ব্যাচ ও বিকালে দ্বিতীয় ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ৫০দিন ব্যাপী কোর্স পূর্ন হওয়ায় এ বিদায় অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিল, এলইডিপি ভোলা জেলা সমন্ময়কারী সালাউদ্দিন কাদের (রঞ্জন), গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক আরিফুর রহমান, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক এনামুল হক, গ্রাফিক্স ডিজাইন সহকারী প্রশিক্ষক মুনীর হোসন সহ সকল বিদায়ী প্রশিক্ষনার্থীরা।
সকালে উপস্থাপনায় ছিলেন গ্রাফিক্স ডিজাইন প্রথম ব্যাচের ক্যাপ্টেন এম সাদ্দাম হোসেন অপি, বিকালে ২ ব্যাচের আলামিন ফাহিম।
এসময় এলইডিপি ভোলা সমন্ময়কারী সালাউদ্দিন কাদের (রঞ্জন) বলেন, সরকার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরীর উদ্দেশ্যে এ প্রকল্প শুরু করেছে। এ ৫০ দিনে তোমরা যা অর্জন করেছো তা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যান্যদের ও কর্মসংস্থানের ব্যাবস্থা করতে পরবে।
0 Comments