গোপাল চন্দ্র দে, ভোলা :
“বিরোধ হলে শুধু মামলা নয় ,লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা আইন সহায়তা কমিটির (লিগ্যাল এইড) উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গন থেকে শহরে বর্নাঢ্য এক র্যালি বরে হয়। র্যালিটি বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে ব্যান্ডের তালে তালে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালত প্রঙ্গনে আইন সহায়তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠানে উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। আলোচনা সভায় ভোলা জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড জেলা কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ এর সভাপতিত্ব লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মো: জাকির হোসাইন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, যুগ্ন জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল , পিপি সৈয়দ আশরাফ হোসেন লাবু, জিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক নুরুন আমিন নুরননবী, সাংবাদিক ও এড্যাভোকেট শাহাদাত হোসেন শাহিন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, এড্যা: স্বপন কৃঞ্চ দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গরীব দু:খি মানুষের হয়রানি রোধের জন্যই লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছে সরকার। গ্রামের দরিদ্র মানুষদেরকে বিনা খরচে আইনী সহায়তা নিশ্চিত করা হবে। একই সাথে মামলার জট কমানো হবে।
0 Comments