6/recent/ticker-posts

নজরুল তুমি --- মুহা.সামছুদ্দিন

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সামছুদ্দিনের লিখিত কবিতা। নজরুল তুমি...

নজরুল তুমি

    --- মুহা.সামছুদ্দিন 

নজরুল তুমি জন্মগ্রহন করেছিলে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে,

নজরুল তোমার নাম আজও অমর হয়ে আছে বাংলার ৬৮ হাজার গ্রামে। 

শুধু বাংলায় নয় তোমার নাম ছড়িয়ে আছে দেশ হতে বিদেশ,

নজরুল তুমি ভালোবেসে ছিলে এই মাতৃভূমি বাংলাদেশ। 

নজরুল তুমি গেয়েছিলে সাম্যর গান,



সে গানের সুরে সুরে সবাই করছে সত্যর আহবান। 

 তুমি ছিলে কবি,গায়ক, দেশের বীর সৈনিক,

তুমি ছিলে লেখক, সুরকার ও সাংবাদিক। 

তুমি লিখেছিলে কাব্য,উপন্যাস, প্রবন্ধ, গল্পগ্রন্থ, 

তুমি লিখেছিলে (মরুভাস্কর) মহানবী (স) এর জিবনীগ্রন্হ।

তোমার হাতে সম্পাদিত হয়েছে লাঙল, ধুমকেতু, নবযুগ, 

তুমি লিখেছিলে রণসংগীত,

তুমি দেখিয়েছিলে সাহিত্য জগতের এক স্বর্ণযুগ।




Post a Comment

0 Comments