6/recent/ticker-posts

ভোলায় ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত-১০


এম শাহরিয়ার জিলন॥
ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ২টি মসজিদ, অর্ধশতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্থ ও বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত ১০জন। বিনষ্ট হয়েছে ফসলি জমি। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (১১ মে) সন্ধ্যায় ভোলা সদরের রামদাসপুর ও দৌলতখানের মদনপুর চরে ঝড়ে এসব ক্ষয়-ক্ষতি হয়।



মদনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, সন্ধ্যার কিছুক্ষন আগে হঠাৎ করেই মদনপুর উপর দিয়ে ঝড় প্রবাহিত হয়। এতে চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদসহ সহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। অপরদিকে ভোলা সদরের দুর্গম জনপদ রামদাসপুর এলাকায় ঘূর্ণিঝড়ের ৫টি ঘর এবং একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। রামদাসপুরের ব্যবসায়ী মোশারেফ এ তথ্য নিশ্চিত করেন।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর জন্য নির্দেশ দেয়া হয়েছে।




Post a Comment

0 Comments