গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ॥
স্বাধীনতার ৪৬ বছর পর বীরশ্রেষ্ট শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের গর্বিত মা মালেকা বেগমকে সংবর্ধনা দিল ভোলা জেলা পুলিশ প্রশাসন।
আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) সকালে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে বীর শ্রেষ্ট মোস্তফা কামালের মা মালেকা বেগমকে এ সংবর্ধনা দেওয়া হয়। ভোলা জেলার পুলিশ সুপার এ সংবর্ধনা সভার আয়োজন করে।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা ছিল জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। পুলিশ সুপার মো: মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গোলদার, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক সামস-উল-আলম মিঠু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, লেডিস ক্লাবের সম্পাদিকা খাদিজা আক্তার স্বপ্না, সাংবাদিক হারুন-অর-রশিদ, শিমুল চৌধুরী, নেয়ামত উল্যাহ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাই মোস্তাফিজুর রহমান ও তার ছেলে মো. সেলিম।
পরে বীরশ্রেষ্ট শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।
0 Comments