ইয়াছিনুল ঈমন:
জাতীয়
পার্টি
আগামী জাতীয়
সংসদ নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় র্পাটির
চেয়্যারমান হুসেইন
মো: এরশাদ।
শুক্রবার
সকাল ১১ টায় ভোলা সদরের বাংলা স্কুল মাঠে ভোলা জেলা জাতীয় পার্টির দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি
একথা বলেন। এসময়
তিনি আরো বলেন নির্বাচনের আগে আমরা শক্তিশালী জোট করবো,ইতিমধ্যে অনেক
রাজনৈতিক দল জোট করার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছে। জাতীয়পার্টিকে ছাড়া বাংলাদেশে কোন
রাজনৈতিক দলই ক্ষমতায় আসতে পারবে না। আমার সাথে অনেক দলের নেতারাই জোট বাধতে আগ্রহী। এসময় তিনি আরো
বলেন আমি ভোলাকে জেলা হিসেবে ঘোষনা করেছিলাম। আমি যখন ক্ষমতায় ছিলাম তখন আমি ভোলার
উন্নয়নে অনেক টাকা বরাদ্দ করেছি। ভোলা এখন অনেক উন্নত। ভোলা উন্নত হওয়ার পেছনে বানিজ্য
মন্ত্রী তোফায়েল আহমেদ এর ও অনেক অবদান রয়েছে। ভোলা জেলা জাতীয়
র্পাটির আহবায়ক কেফায়েত উল্লাহ নজীবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জাতীয় র্পাটির মহাসচিব এ,বি,এম রুহুল আমিন হাওলাদার,প্রেসিডিয়াম
সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা,স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর
রহমান রাঙা,প্রেসিডিয়াম
সদস্য সাইদুর রহমান টেপা,বাবু সুনিল শুভ রায়,যুব বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট রেজাউল ইসলাম
ভুইয়া,যুগ্ম মহাসচিব
নুরুল ইসলাম ওমর। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগ এর
সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়্যারমান আব্দুল মোমিন টুলু,ভোলা পৌরসভার
মেয়র মো: মনিরুজ্জামান মনির,ভোলা জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব
প্রমুখ।
0 Comments