6/recent/ticker-posts

ভোলা জেলা এনসিটিএফ শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান



গোপাল চন্দ্র দে:
ভোলাসহ সারাদেশে বৃদ্ধি পাওয়া শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে এবং শিশু ধর্ষকসহ নির্যাতনকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে আজ ১৩ আগস্ট (রবিবার) সোমবার ভোলায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা শাখার উদ্দ্যেগে জেলা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এনসিটিএফ ভোলা জেলা শাখার সভাপতি ইব্রাহিম অপুর স্বাক্ষরিত স্মারকলিপি গ্রহন করেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। তিনি এনসিটিএফ এর সাথে মতবিনিময় করেন সেই সাথে শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সার্বিকভাবে এনসিটিএফকে সহযোগিতার আশ্বাস  দেন। সেই সাথে শিশুদের পক্ষে উচ্চ পর্যায়ে দাবিগুলো পৌঁছে দেবেন বলে তিনি কথা দেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ ভোলা জেলা কমিটির সভাপতি ইব্রাহিম অপু, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান শান্ত, শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে, সানজিদা হোসেন এশা, শিশু গবেষক মরিয়ম বিবি মুনিয়া, সদস্য জশ নন্দী ও প্রহ্লাদ দে সহ ভোলা জেলা এনসিটিএফ সাবেক জেলা সমন্ময়কারী (মেয়ে)  ত্রপা হালদার।


স্মারকলিপিতে সম্প্রতি ভোলা জেলাসহ সারাদেশে যে শিশু ধর্ষণ ও নির্যাতন হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ধর্ষণের স্বীকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করনের পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিশুরা আকুল আবেদন জানিয়েছে। সেই সাথে সারাদেশের শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে যেন ভবিষ্য এ কেউ শিশুদের প্রতি নিষ্ঠুরতা না করতে পারে।



Post a Comment

0 Comments