6/recent/ticker-posts

দেশ অর্থনৈতিকভাবে অনেক মজবুদ: বাণিজ্যমন্ত্রী


আদিল হোসেন তপু  ॥
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি অনেকবার ক্ষমতায় ছিলো কিন্তু এক বারও দেশের মানুষের জন্য কিছু করেনি।  দেশ এগিয়ে চলেছে, দেশ এখন অর্থনৈতিকভাবে অনেক মজবুদ। প্রধানমন্ত্রী গ্রামকে শহরে পরিনত করেছেনা।  ২০২৪ সালের মধ্যে ঘরে ঘরে শতভাব বিদ্যুৎ পৌছে দেয়া হবে। ২০২১ সালে ২৪ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।


আজ ১১ নভেম্বর (শুক্রবার) দুপুরে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের কুলগাজী এলাকায় পলীø বিদ্যুতের নতুন ৬ কিলোমিটার সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারীর আগে নব্বই দিনের মধ্যে কোন দিন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহন করবে। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয় যুক্ত করার জন্য আহবান জানান।   এছাড়াও ভেলুমিয়ার অবকাঠোমো উন্নয়নের মাধ্যমে শহরের রুপান্তিত করার আশ্বাস দেন।

ভেলুমিয়া  ইউপি চেয়ারম্যান আ: সালাম মাস্টারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজ,ু সদর আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments