6/recent/ticker-posts

ভোলায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আদিল হোসেন তপু ॥ 
ভোলায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ভোলা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৭ ও নতুন কমিঠি গঠিত হয়।
শনিবার(১৮নভেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ হল রুমে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ভোলা জেলা শাখার  আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ভোলা জেলা শাখার সভাপতি মো: মজিবুর রহমান টিটু এর সভাপত্বিতে সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রিয় নিবার্হী পরিষদ এর সভাপতি মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আাহমেদ। সম্মেলনে গেষ্ট অব-অর্নার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রিয় নিবার্হী পরিষদের কার্যকরি সভাপতি ফিরোজ আহাম্মেদ।

 বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ এর ভোলার উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ,  দৌলতখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামাল হোসেন, এম.ও এম.সি.এইচ. এফ পি উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা বোরহানউদ্দিন ডা: মো: মাসুম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রিয় নিবার্হী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রিয় নিবার্হী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আকতার।

 অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-  বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ভোলা জেলা শাখার রাছেল,এনময় আরো বক্তব্য রাখেন –সহ-সভাপতি সমশের,যুগ্ন-সম্পাদক মো: ফরিদ উদ্দিন, মাঠ কর্মী মো: বিল্লাল হোসেন, নুসরাত জাহান প্রমুখ। পরে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিঠি গঠন করা হয়।
এসময় বক্তারা বলেন, আমাদের উপর সরকারের অর্পিত দয়িত্ব পলন করে সংগঠন করি তাই কাজের মাধ্যমে সরকারের হাতকে শক্তিশালী করেই আমাদের ন্যায্য দাবী আদায় করতে হবে।

বক্তারা আরো বলেন, দেশে জন বিষ্ফোরন রোধে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ৩০ হাজার মাঠ কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়ন ও অগ্রজাত্রায় ও। কিন্তু এসব কর্মীদের জীবনমান উন্নয়নে কোন সুযোগ নেই। স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও চাকরীর কোন নিয়োগ বিধি না থাকায় সারা জীবন একই পদে চাকরি করে অবসের যেতে হচ্ছে।
তারা আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ৩০ হাজার মাঠ কর্মচারীদের প্রানের দাবী রাজস্ব খাত প্রদান করেছেন। গ্রহনযোগ্য বেতন স্কেল প্রদান করেছে। এবং আমাদের নিয়োগ বৃদ্ধি সহ অন্যান্য ন্যায্য  দাবী  অচিরেরই পূরন করবে বলে তারা আশা ব্যক্ত করেন।

সম্মেলন শেষে মো: সমশের সভাপতি ও মো: রাসেলকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষনা করেন।

Post a Comment

0 Comments