ভোলার বাপ্তা ইউনিয়নে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ৯ম শ্রেণীর ছাত্রী আয়শা


স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ৯ম শ্রেণীর ছাত্রী আয়শা বেগম (১৪)। মঙ্গলবার (৭ নভেম্বর) বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড: সাহাদাত হোসনে শাহিন এর নেতৃত্বে সংগঠনের লোকজন ঘটনাস্থলে গিয়ে আয়শার বিয়ে বন্ধ করেন।


জানা গেছে, মঙ্গলবার দুপুরে সদরের বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী এলাকার মোঃ ফারুক মোল্লার মেয়ে পূর্ব বাপ্তা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী আয়শা বেগম (১৪) এর বিয়ে হওয়ার কথা ছিলো। এ খবর পেয়ে বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড: সাহাদাত শাহিন মোঃ ফারুকের বাড়ি যান। এসময় তিনি আয়শার পিতা ফারুককে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করেন। ফারুক মোল্লা তার ভূল বুঝতে পেরে আয়শার বিয়ে বন্ধ করে দেন। ফারুক মোল্লা তার মেয়ে আয়শাকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করে উপযুক্ত বয়সে বিয়ে দিবেন বলে কমিটির নেতৃবৃন্দের কাছে অঙ্গীকার করেন।

সংগঠনের সভাপতি এ্যাড: সাহাদাত শাহিন বলেন, ৯ম শ্রেনীর ছাত্রী আয়শা বেগমের বিয়ের খবর পেয়ে আমরা তাদের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়ের পিতা ফারুক মোল্লাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত বলি। সে তার ভূল বুঝতে পেরে মেয়ের বাল্য বিয়ে বন্ধ করে দেন এবং আয়শাকে পড়ালেখা করিয়ে উপযুক্ত বয়সে বিয়ে দেওয়ার আশ্বাস দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন