6/recent/ticker-posts

ভোলায় জাতীয় যক্ষা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা



গোপাল চন্দ্র দে,ভোলা প্রতিনিধি ।।
“ঐক্যবদ্ধ হলে সবে,যক্ষা মুক্ত দেশ হবে” এই স্লোগানকে সামনে রেখে ২৪ শে মার্চ জাতীয় যক্ষা দিবস উপলক্ষ্যে ভোলায় পালিত হলো জাতীয় যক্ষা দিবস ২০১৭। শুক্রবার সকালে ভোলা স্বাথ্য বিভাগের অঅয়োজনে ব্রাক ও নাটাবের সহযোগীতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোলা জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে হাসপালাল রোড, এরব স্কুল হয়ে যুগিরখোল  চত্তর প্রদক্ষিন করে পুনরায় সিভিল সার্জনের কার্যালয়ে এষ শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ড.রথিন্দ্র নাথ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটাব ভোলা জেলা সভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ব্রাক ভোলা কর্মকর্তা আশরাফুল আলম ও মোসনেম আলি, নার্সিং ইনস্টিটিউট  পরিচালক রোকসানা বেগম,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটাব সভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন বলেন যক্ষা এক সময় ভয়াবহ মরন ব্যাধি ছিল, বর্তমানে যা চিকিৎসার মাধ্যমে নির্মুল করা সম্ভব না হলেও  নিয়ন্ত্রন করা সম্ভব।যদি আমরা যক্ষা নিয়ন্ত্রনে সচেতন ভাবে কাজ করি তাহলে এই যক্ষাকে পুরোপুরি নিয়ন্ত্রন সম্ভব হবে।


এসময় আরো স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিল।

Post a Comment

0 Comments