ষ্টাফ রিপোর্টার :
ভোলা সদর উপজেলার মাঝের চর এলাকায় মেঘনার দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্ধের জের ধরে সংঘর্ষে একজন আহত হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একটি গ্রুপ। পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে অবৈধ বাগদা রেনু আহরণকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী ফারুক বেপারী ও কাচিয়া ইউনিয়নের মেম্বার আশিক ওরফে আশিক মেম্বারের মধ্যে দ্বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। উভয় গ্রুপের মধ্যে একাধিকবার উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এর জের ধরে শুক্রবার দুপুরে পরানগঞ্জ বাজারে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাধে। এ সময় আশিক মেম্বার গ্রুপের লোকজন ফারুক বেপারীকে বেদম মারধর করে তার হাতে ইয়াবা দিয়ে উল্টো পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে ফারুক বেপারী আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। এদিকে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে আশিক মেম্বার অসুস্থ্য বলে নিজেই সদর হাসপাতালে ভর্তি হন। এর প্রতিবাদে ফারুক বেপারীর লোকজন বিক্ষোভ মিছিল করে ভোলায় সফরে আসা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে বিচার দাবি করেন। পরে মন্ত্রী আশিক মেম্বারকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। পরে মন্ত্রীর নির্দেশে পুলিশ শনিবার সকালে সদর হাসপাতাল থেকে আশিক মেম্বারকে গ্রেপ্তার করে। ফারুক বেপারীকে মারধর করে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার অপরাধে আশিক মেম্বারকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির।
0 Comments