স্টাফ রিপোর্টার ॥
ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ইলিশা ইউনিয়নের তুলাতলী এলাকার মেঘনা নদী থেকে অভিযান চালানো হয়। মৎস্য অধিদপ্তর ও কোষ্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এর মধ্যে ২৩ জেলেকে ১৫ দিন করে কারাদ- ও ১ জেলেকে ৫ হাজার টাকা অর্থদ-ে দ-িত করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পহেলা বৈশাখতে সামনে রেখে অসাধু একটি চক্র নদীতে ইলিশ শিকার করছে এমন খবরে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইলিশা ইউনিয়নের তুলাতলী এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ জেলেকে আটক ও প্রায় ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এর মধ্যে ২৩ জেলেকে ১৫ দিন করে কারাদ- ও ১ জেলেকে ৫ হাজার টাকা অর্থদ-ে দ-িত করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, মার্চ-এপ্রিল এ দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভায়শ্রমে সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মৎস্য শিকার, পরিবহন, মজুদ, বিক্রি, প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা (ছোট ইলিশ) ধরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
0 Comments